
|
টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী
প্রকাশ:
২৯ অক্টোবর, ২০২৫, ০৮:০৩ রাত
নিউজ ডেস্ক |
স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও বাংলাদেশে এখনো টেকসই গণতন্ত্র, জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক কাঠামো এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এখনও গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। বুধবার নাজিরপুর উপজেলার ৩নং দেউলবারি ইউনিয়নের বিলডুমুরিয়া পদ্মডুবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক ক্ষমতা, জবাবদিহিতা ও অর্থনৈতিক ভারসাম্যের অভাবেই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের উন্নয়নযাত্রায় এখন সবচেয়ে প্রয়োজন সুশাসন ও নীতিগত সংস্কার। কার্যকর সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন কখনো সম্ভব নয়। মাসুদ সাঈদী বলেন, সুশাসনের জন্য সরকারের জবাবদিহিতা অপরিহার্য। জবাবদিহিতা দায়িত্ববোধ তৈরি করে, দুর্নীতি রোধ করে এবং স্বৈরাচার প্রতিহত করে। কিন্তু প্রশাসনের দুর্নীতি, স্বৈরাচারী মনোভাব ও আইনবহির্ভূত কর্মকাণ্ড রোধে বাস্তব জবাবদিহিতা এখনো অনুপস্থিত। তিনি বলেন, দুর্নীতি এখন দেশে ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। দুর্নীতি বন্ধে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্য। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া দুর্নীতি দমন অসম্ভব। বর্তমান নির্বাচনী ব্যবস্থাতেও অর্থনৈতিক প্রভাবই প্রাধান্য পাচ্ছে, যার ফলে সততা ও যোগ্যতা পিছিয়ে পড়ছে। তিনি আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বন্ধে এবার সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা জরুরি। জনগণ আর কোনো দুর্নীতিবাজ বা স্বৈরাচারকে দেশর ক্ষমতায় দেখতে চায় না। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামপন্থিদের সংসদে পাঠাতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি সাবেক সেনা কর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আনিস মল্লিকসহ স্থানীয় নেতৃবৃন্দ। এলএইস/ |