
|  আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী  
										প্রকাশ:
										২৯ অক্টোবর, ২০২৫,  ০৭:৪৮ বিকাল
					 নিউজ ডেস্ক | 
|   
 পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি উভয় দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে করা হয়েছে। মেহের নিউজ এজেন্সি আল আরাবিয়ার বরাতে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জোর দিয়ে বলেছেন যে রিয়াদ ও ইসলামাবাদের এই চুক্তি শুধু সামরিক নয়, বরং পারস্পরিক আস্থা ও কৌশলগত সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি আরও বলেন, “প্রয়োজনে পাকিস্তান গাজায় আন্তর্জাতিক বাহিনীতে অংশগ্রহণ করতে প্রস্তুত।” আফগানিস্তানে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার জন্য ভারত দায়ী বলে উল্লেখ করে তিনি বলেন, “এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের অবস্থান সবসময়ই স্পষ্ট ও দৃঢ়।” উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সৌদি আরব ও পাকিস্তান একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। ওই চুক্তিতে বলা হয়েছে, রিয়াদ বা ইসলামাবাদে যদি কোনো বিদেশি সশস্ত্র আক্রমণ হয়, তাহলে সেটি উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এই চুক্তিকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু সামরিক সহযোগিতা নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও নতুন ভারসাম্য সৃষ্টি করবে। এলএইস/ |