
|
যুদ্ধবিরতির দুই সপ্তাহে ইসরায়েলের হাতে ৯৩ ফিলিস্তিনি নিহত
প্রকাশ:
২৮ অক্টোবর, ২০২৫, ১২:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
যুদ্ধবিরতির কার্যকরের পর থেকে গত দুই সপ্তাহে ফিলিস্তিনের গাজায় ৯৩ জনকে হত্যা করেছে ইসরায়েল। শনিবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েল ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত হয়েছে আরও সাতজন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ৬৮ হাজার ৫১৯ জনকে হত্যা করেছে এবং ১ লাখ ৭০ হাজার ৩৮২ জন আহত হয়েছে। এনএইচ/ |