যুদ্ধবিরতির দুই সপ্তাহে ইসরায়েলের হাতে ৯৩ ফিলিস্তিনি নিহত
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ১২:২৮ দুপুর
নিউজ ডেস্ক

যুদ্ধবিরতির কার্যকরের পর থেকে গত দুই সপ্তাহে ফিলিস্তিনের গাজায় ৯৩ জনকে হত্যা করেছে ইসরায়েল।

শনিবার (২৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, গত ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল মোট ৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময়ে ইসরায়েলি হামলায় আরও ৩২৪ জন আহত হয়েছেন।

গত ৪৮ ঘণ্টায় ইসরায়েল ১৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আহত হয়েছে আরও সাতজন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ৬৮ হাজার ৫১৯ জনকে হত্যা করেছে এবং ১ লাখ ৭০ হাজার ৩৮২ জন আহত হয়েছে।

এনএইচ/