
|
ডোমার উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন
প্রকাশ:
২৮ অক্টোবর, ২০২৫, ০৮:১৪ সকাল
নিউজ ডেস্ক |
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নীলফামারীর ডোমার উপজেলার কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ডোমার নাট্যমঞ্চে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। আহ্বায়ক সাজ্জাদ কিবরিয়ার সভাপতিত্বে ও যুব নেতা এম জাহিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কারানির্যাতিত মজলুম জননেতা জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী । বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা জমিয়তের সভাপতি মাওলানা ইসমাঈল হোসেন রিয়াজী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল হাফিজ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মুফতি সলিমুল্লাহ খান, হাফেজ মাজহারুল ইসলাম, মাওলানা জাফর আহমদ। আরো বক্তব্য রাখেন জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত ডোমার উপজেলার নেতৃবৃন্দ। এনএইচ/ |