
|
পাইকগাছায় হাতপাখা প্রতীকের পক্ষে হাফেজ গালিবের গণসংযোগ
প্রকাশ:
২৭ অক্টোবর, ২০২৫, ০৮:২০ রাত
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মনোনীত খুলনা-৬ (পাইকগাছা -কয়রা) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালিব দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করনে। ২৭ অক্টোবর সোমবার দিনব্যাপী পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নে গণসংযোগ কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, পাইকগাছ উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মইনুদ্দিন। উপজেলার জয়েন্ট সেক্রেটারি এম এম সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মুকুল,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উপজেলা শাখার দায়িত্বশীল হাফেজ হোসাইন মুহাম্মদ নাঈম,আরো উপস্থিত ছিলেন, হাফেজ মোঃ আলী আহমেদ, হাফেজ মুহিবুল্লাহ, আব্দুল গফুর, আনিছ খান সহ স্থানীয় নেতৃবৃন্দ। সংযোগ কালে প্রার্থী বলেন এবার পাইকগাছা করার জনগণ নুতন নেতৃত্ব চায়, অবহেলিত পাইকগাছা কয়রার উন্নয়ন চায়, এলাকার জনগণ পীর সাহেব চরমোনাইর উপরে আস্থা রেখেছে। এবং তারা ইসলামের পক্ষেই সমর্থন করবে আমরা আশাবাদী এলএইস/ |