নবীজির সুন্নাহর মাঝেই শান্তি ও কামিয়াবি: মাওলানা আবদুল হাফিজ কাসেমী
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০১:২১ দুপুর
নিউজ ডেস্ক

জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হাফিজ কাসেমী বলেছেন, নবীজির সুন্নাহর মাঝেই শান্তি ও কামিয়াবি। এজন্য সবাইকে নবীজির সুন্নত আঁকড়ে ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজধানীর মতিঝিল সরকারি কলোনি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শনিবার (২৫ অক্টোবর) বাদ আসর শুরু হওয়া এ মাহফিলে দেশবরেণ্য আলেমগণ তাফসির, তাওহিদ ও ইসলামি জীবনব্যবস্থা নিয়ে মূল্যবান বয়ান করেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম মুফতি জাফর আহমাদ (প্রিন্সিপাল ও শায়খুল হাদীস, ঢালনগর মাদরাসা, ঢাকা)। এছাড়াও বয়ান পেশ করেন মাওলানা মেরাজুল হক মাজহারী (প্রিন্সিপাল, আশরাফুল উলুম মাদরাসা, বি-বাড়ীয়া), মাওলানা মুফতি যোবায়ের আহমাদ (খতিব, মতিঝিল সরকারি কলোনি জামে মসজিদ, ঢাকা) এবং হযরত মাওলানা আব্দুর রহমান (সিনিয়র মুহাদ্দিস, জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম, মতিঝিল, ঢাকা)।

রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মির্জা আব্বাস, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ইমাম সমাজের সেক্রেটারি জনাব বেলায়াত হুসাইন ফিরুজী।

অনুষ্ঠানে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্য ও দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান সফলভাবে পরিচালনা করেন আলহাজ্ব মোহাম্মদ ফখরুল হাসান।

এলএইস/