
|
গোপালগঞ্জে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মকর্তা নিহত
প্রকাশ:
২৭ অক্টোবর, ২০২৫, ১২:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মিরাজ মিয়া (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ মিয়া বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি বেসিক ব্যাংকের নরসিংদী শাখায় একজন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মাঝে মাঝে তিনি মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে যাতায়াত করতেন বলে জানা গেছে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, সোমবার ভোরে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নরসিংদীর উদ্দেশে রওনা দেন মিরাজ মিয়া। পথে ডুমদিয়া এলাকায় পৌঁছে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এসআই রোমান মোল্লা। এলএইস/ |