সরকারি জাকাত ফান্ডে টাকা প্রদানের অনুরোধ
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৫, ০৯:২৪ সকাল
নিউজ ডেস্ক

সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদানে ইচ্ছুকদের সোনালী ব্যাংক বায়তুল মোকাররম শাখার হিসাবে প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (২৬ অক্টোবর) এক তথ্যবিবরণীতে এ অনুরোধ জানানো হয়।

এতে সরকারি জাকাত ফান্ডে জাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সরকারি জাকাত ফান্ডের সোনালী ব্যাংক বায়তুল মোকাররম শাখার হিসাব নম্বর ০১০৪২০০০০২০১৯-এ জাকাত দিতে বলা হয়।

এছাড়া, http://ezakat.gov.bd অ্যাপসের মাধ্যমেও জাকাতের টাকা প্রদান করা যায় বলেও জানানো হয়।

যাকাত বোর্ড ।। ইসলামিক ফাউন্ডেশন

এলএইস/