ইসলামিক রিসার্চ প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫, ০৩:৫২ দুপুর
নিউজ ডেস্ক

শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে ল’ রিসার্চ অডিটোরিয়ামে ‘ইসলামিক রিসার্চ ওয়ার্কশপ’তৃতীয় ব্যাচের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপনান্তে সার্টিফিকেট প্রদান করা হয়।

সংস্থার নির্বাহী পরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও মাদরাসা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েতুল্লাহ।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম খলীফা, চেয়ারম্যান, নির্বাহী কমিটি, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ভাইস চেয়ারম্যান, ল’ রিসার্চ সেন্টার ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ নুরুল্লাহ, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী এবং ড. মোহাম্মদ নাছের উদ্দিন। উক্ত কর্মশালার ঢাকা, জগন্নাথ, চট্টগ্রাম, কুষ্টিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক নবীন গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এলএইস/