চান্দিনায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ১০:০৭ রাত
নিউজ ডেস্ক

কুমিল্লা জেলার চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের অধীনে আয়োজিত "২৫ তম বৃত্তি পরীক্ষা"য় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান উপলক্ষে বরাবরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

শনিবার ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে চান্দিনা থানাস্থ দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, মাওলানা এমদাদুল্লাহ খান আওয়ার ইসলামকে জানিয়েছেন;

চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আহমদুল্লাহর সভাপতিত্বে এবারের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:

শাইখুল আরব ওয়াল আযম, শাইখুল ইসলাম সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ. এর সুযোগ্য উত্তরসূরী, আওলাদে রাসূল সা. -

আল্লামা সাইয়্যেদ হাসান আসজাদ মাদানী দা.বা., ভারত।

আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন-

শাইখুল হাদিস আল্লামা নূরুল হক, সভাপতি কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠন।

মাওলানা ফজলে এলাহী, পীর সাহেব উজানী।

আল্লামা আব্দুল কুদ্দুস, শিক্ষা সচিব, আরজাবাদ মাদ্রাসা ঢাকা।

মাওলানা আশেক এলাহী, উজানী। মুহতামিম ও শাইখুল হাদিস মহামায়া মাদ্রাসা চাঁদপুর।

মাওলানা নজির আহমদ, মুহাদ্দিস জামিয়া নূরিয়া টঙ্গী।

মুফতি বশিরুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস মাদানী নগর মাদরাসা ঢাকা।

মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা।

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ঢাকা।

বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা হাসান জামিল ঢাকা।

মুফতি আলী হাসান উসামা এবং মুফতি রাফি বিন মুনিরসহ দেশবরেণ্য আরো অনেক ওলামায়ে কেরাম ও খাতিমান ইসলামী আলোচকবৃন্দ।

চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য, দারুল উলূম সাতবাড়িয়া মাদরাসার মুহতামিম মুফতি এনামুল হক জানান, "আগামীকাল ২৫ অক্টোবর রোজ শনিবার আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর আগে গত কয়েকদিন পূর্বে সম্মেলন বাস্তবায়ন উপলক্ষে নবাবপুর দারুন নাজাত মাদ্রাসা মিলনায়তনে চান্দিনা থানার দুই শতাধিক ক্বওমী মাদ্রাসার মুহতামিমদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, ইনশাআল্লাহ এবারের আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে- চান্দিনা কওমি মাদরাসা সংগঠনের অধীনে আয়োজিত "২৫ তম বৃত্তি পরীক্ষা"য় উত্তীর্ণ প্রায় ছয় শতাধিক ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট ও মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।"

এলএইস/