বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলার প্রশিক্ষণ সভা
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৫, ০৯:৫৬ সকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ সভা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহরের ক্রাউন ইস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা ক্বারি আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান।

প্রশিক্ষণ সভায় দারসুল কুরআন পেশ করেন জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ফেনী সদর আসনের রিকশা মার্কার এমপি প্রার্থী মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া এবং কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসীম উদ্দীন।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফজালুর রহমান বলেন, খেলাফত মজলিসের কর্মীদের মূল শক্তি হলো আদর্শ, শৃঙ্খলা ও ত্যাগ। প্রশিক্ষণের মাধ্যমে এই আদর্শিক ভিত্তি আরও দৃঢ় করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামি রাজনীতিকে এগিয়ে নিতে জ্ঞান, কর্ম ও সংগঠনের সমন্বয় অত্যন্ত জরুরি।

দিনব্যাপী এই প্রশিক্ষণ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল, সদস্য ও কর্মীরা অংশগ্রহণ করেন।

এনএইচ/