‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৫, ০৮:৪৮ রাত
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন বুধবার (২২ অক্টোবর) জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন এবং পরিচালনা করেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রফিক শোয়াইব। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ এবং মাওলানা আবুল হাসানাত জালালী। মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ তাঁর বক্তব্যে বলেন, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের আয়োজন ছাড়া দেশের রাজনৈতিক ব্যবস্থায় কোনো গুণগত পরিবর্তন আসবে না। অন্যথায় আবারও ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শাসন ফিরে আসবে—ভারতীয় আধিপত্যবাদের খবরদারি শুরু হবে। আমরা ২৪-এর আগের বন্দোবস্তে ফেরার যেকোনো কূটকৌশল জনগণকে সঙ্গে নিয়ে রুখে দেব, ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে সংঘটিত শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ডসহ প্রতিটি গুম, খুন ও অপহরণের বিচারিক কার্যক্রম দ্রুত গতিশীল করতে হবে। অপরাধীরা যত প্রভাবশালীই হোক, তাদের আইনের আওতায় আনতে হবে। এই অপরাধীরাই ভারতীয় আধিপত্যবাদকে বৈধতা দিতে এবং হাসিনার বর্বর শাসন টিকিয়ে রাখতে জঙ্গি নাটক সাজিয়েছিল, যার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে আতঙ্ক ছড়ানো হয়েছে। তাই এসব অপরাধীর দায়মুক্তি দেওয়ার যেকোনো অপপ্রয়াস জনগণ কখনো মেনে নেবে না।’ জুলাই সনদভিত্তিক পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মুফতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ শাকির, সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজুর রহমানসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। এলএইস/ |