ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৫, ০৮:০১ রাত
নিউজ ডেস্ক |
![]()
বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায় কে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। চকবাজার থানার পুলিশ শ্রীশান্তকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অপর দিকে আসামিপক্ষও জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত আগামীকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং ততদিনের জন্য শ্রীশান্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ঢাকা সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা হয়েছে, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মুসলিম নারী নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যের অভিযোগ আনা হয়েছে। চকবাজার থানার মামলা সূত্রে জানা যায়, বুয়েটের নিরাপত্তাকর্মী মো. আফগান হোসেন মঙ্গলবার গভীর রাতে অভিযোগ করেন। অভিযোগে বলা হয়েছে, বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করে শ্রীশান্ত রায় ‘উইকলি সার্ভিস’ নামে একটি ছদ্মনাম ব্যবহার করে গত ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইসলাম ও মুসলিম নারীকে নিয়ে আপত্তিকর ও বিদ্বেষমূলক পোস্ট দেন। এই ঘটনায় বুয়েটের কিছু শিক্ষার্থী ও সাধারণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে আলোচনা করছে বলে জানা গেছে। এলএইস/ |