রাহমাহ ফাউন্ডেশনের শিক্ষা-উপকরণ বিতরণ
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৭:২২ বিকাল
নিউজ ডেস্ক

নীলফামারী জেলার সদর উপজেলাধীন বিভিন্ন মসজিদে রাহমাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মক্তবের দুই শতাধিক শিক্ষার্থীকে বুধবার (২২ অক্টোবর) কুরআনে পাকের সবক প্রদান করা হয়। সেই সাথে ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ‘সবার জন্য শিক্ষা প্রকল্পের’ অধীনে কুরআনে কারিম ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাহমাহ ফাউন্ডেশন এর পরিচালনা পরিষদের সদস্য মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, খতিব, পোস্ট অফিস মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। মুফতি মাসুদ আহমদ, নায়বে মুহতামিম বারিধারা মাদ্রাসা, ঢাকা। মাওলানা মুয়াজ আহমেদ, মাওলানা ওসামা সারোয়ার, মাওলানা সাইফুল্লাহ জামিল সহ নীলফামারী জেলা নেতৃস্থানীয় ওলামা ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, জাতীয় জীবনে শিক্ষা ছাড়া মানুষের উন্নয়নের বিকল্প রাস্তা নেই। আমাদের সমাজের অগণিত মানুষ শিক্ষা বঞ্চিত থাকেন শুধু একটু সহযোগিতা না পাওয়ার জন্য। আমরা যদি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে শিক্ষায় আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষার উন্নয়নে রাহমা ফাউন্ডেশন নিরলস কাজ করে যাবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

এলএইস/