নতুন এয়ালাইন্সের ফ্লাইট চালু, কম খরচে সৌদি যাতায়াতের সুযোগ
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৫, ০৭:১৬ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
কম খরচে যাত্রীসেবা নিশ্চিত করতে সৌদি আরবের স্বল্পমূল্যের বিমান সংস্থা ফ্লাইএডিল ঢাকা–জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইন্সটির প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল সৌদি আরবের এ স্বল্পমূল্যের এয়ারলাইন্সটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এছাড়া ফ্লাইএডিলের কর্মকর্তা, বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিভিন্ন ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জানা গেছে, ফ্লাইএডিল সৌদি আরবের জাতীয় এয়ারলাইন্স সাউদিয়া–এর সহকারী প্রতিষ্ঠান। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় লো-কস্ট এয়ারলাইন্সে পরিণত হয়েছে এটি। সংস্থাটি বর্তমানে সৌদি আরবের ভেতরে ও বাইরে ৩০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ঢাকা–জেদ্দা রুটে এই নতুন সংযোজনের ফলে ভ্রমণের খরচ কিছুটা কমবে এবং বাংলাদেশ–সৌদি অ্যাভিয়েশন বাজারে প্রতিযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতি বছর হাজারো প্রবাসী বাংলাদেশি শ্রমিক, হজযাত্রী ও ব্যবসায়ী এই রুটে যাতায়াত করেন। ফ্লাইএডিল মূলত লো-কস্ট এয়ারলাইন্স হলেও, যাত্রীদের জন্য বেশ কিছু অতিরিক্ত সুবিধা রেখেছে। যাত্রীরা বিনামূল্যে খাবার পাবেন এবং নির্দিষ্ট পরিমাণ লাগেজ বিনা খরচে বহন করতে পারবেন। উন্নত সিটিং অ্যারেঞ্জমেন্ট, সময়নিষ্ঠ উড্ডয়ন এবং অনলাইন বুকিং সুবিধার মাধ্যমে যাত্রীরা সহজেই টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন ঢাকা–জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনা করবে ফ্লাইএডিল। জেদ্দা থেকে ফ্লাইট এফ৩–৯১১২ স্থানীয় সময় রাত দেড়টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। আর ফিরতি ফ্লাইট এফ৩–৯১১৩ ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে দুপুর ১টায়। বাংলাদেশে ফ্লাইএডিলের যাত্রা শুরু হওয়াকে বেসরকারি বিমান পরিবহন খাতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, নতুন এয়ারলাইন্স যুক্ত হওয়ায় যাত্রীসেবায় মানোন্নয়ন ও প্রতিযোগিতা উভয়ই বাড়বে। এর ফলে হজ, ওমরাহ ও কর্মজীবী প্রবাসী যাত্রীদের জন্য আরও সাশ্রয়ী ভাড়া নিশ্চিত হবে। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বাংলাদেশে নতুন কোনো আন্তর্জাতিক এয়ারলাইন্সের কার্যক্রম শুরু হওয়া দেশের বিমান খাতের জন্য আনন্দের বিষয়। এতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, পাশাপাশি যাত্রীদের বিকল্প বাড়বে। ফ্লাইএডিলের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের আগ্রহ ও চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে ঢাকাসহ বাংলাদেশের আরও শহরে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। আরএইচ/ |