বোরকাকে বস্তার সঙ্গে তুলনা ঢাবি শিক্ষার্থীর, নিন্দার ঝড়
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ০৭:০৭ বিকাল
নিউজ ডেস্ক

নারী শিক্ষার্থীর বোরকা পরাকে বস্তার সঙ্গে তুলনায় করে কড়া সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। এই কটূক্তির ঘটনায় বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। এছাড়া আরও অনেকেই সমালোচনা করছেন এই কটূক্তির।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ঢাবির ২২-২৩ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসান শেখের বিভাগের এক সিনিয়রের ফেসবুক পোস্টের মন্তব্যঘরের একটি মন্তব্য ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে রিয়াদ বলেন, ‘নিজে তো সারাদিন বস্তা বন্দি হইয়া থাকে, খোমা দেখানোর হেডম নাই। তাও অন্যেরটা দেখে জেলাস হয় আরকি’। 

এ ঘটনার পর বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াদের মন্তব্যের কঠোর নিন্দা জানান। একাধিক শিক্ষার্থী জানান, রিয়াদের বিরুদ্ধে এর আগেও ইসলাম নিয়ে কটূক্তি ও বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। একপর্যায়ে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়লে পূর্বেও তিনি ক্ষমা চেয়েছিলেন বলে জানা যায়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির বিবৃতিতে বলা হয় ‘এটি(বোরকা) মুসলিম নারীর সম্মান, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। যে সমাজে শিক্ষিত তরুণও এমন নোংরা ভাষায় নারীকে হেয় করে, সেখানে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।’

বিবৃতিতে বলা হয়, ‘নারীর মর্যাদা, পর্দা ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে কোনো অপমান আমরা সহ্য করব না। পর্দাশীলতা লজ্জা নয়, এটি গৌরব।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ধরনের মন্তব্য কেবল নারীর সম্মান ও স্বাধীনতার প্রতি অবজ্ঞা নয়, বরং মুসলিম নারীর ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের উপরও সরাসরি আঘাত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই শিক্ষার্থীর বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।’

ক্যাম্পাসে নারীবিদ্বেষী ও ইসলামবিরোধী বক্তব্যের বিরুদ্ধে কঠোর নীতিমালা প্রণয়ন এবং আইনানুগ পদক্ষেপ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্রী সংস্থা।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রিয়াদ হাসান জানান, পোস্টের কমেন্টে তিনি অন্য বিষয় বুঝাতে চেয়েছেন। তিনি নারীদের পোশাকের স্বাধীনতার বিষয়ে কথা বলতে চেয়েছিলেন।

এলএইস/