মাদরাসা ছাত্র হত্যায় দুজনের ১০ বছরের সাজা
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদরাসা ছাত্র আতিককে হত্যার দায়ে দুজনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত। বুধবার (২২ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের শিশু আদালত-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। নিহত আতিকুর রহমান আতিক দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের আহম্মদ আলীর ছেলে। আটকাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ সর্দারপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে সাদ্দাম মিয়া এবং ইসলামপুর উপজেলার হরিণধরা গ্রামের নাছির আলীর ছেলে রিপন মিয়া। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জের বানিয়ানীচর পশ্চিমপাড়ার আফতারিয়া হাফেজিয়া মাদরাসায় হাফেজ শেষ বর্ষের আবাসিক ছাত্র ছিলেন আতিকুর রহমান আতিক। পূর্ব বিরোধকে কেন্দ্র করে ২০০৬ সালের ২৬ আগস্ট সকালে ঘুমন্ত অবস্থায় আতিকের ওপর হামলা চালায় একই মাদরাসার আবাসিক ছাত্র সাদ্দাম ও রিপন । এসময় ছুরির আঘাতে নিহত হোন আতিক। ঘটনার দিনই দুজনকে আসামি করে দেওয়ানগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই বাবু মিয়া। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তরা তখন কিশোর ছিলেন সেই বিবেচনায় তাদের ১০ বছরের আটকাদেশ দেন। এলএইস/ |