বিদ্যুতস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু!
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৫, ০৫:০১ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
নারায়ণগঞ্জের একটি নুরানি মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন তেঁতুলিয়া উপজেলার এক কিশোর শিক্ষার্থী। নিহতের নাম মাসুদ রানা (১৬)। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের খেকরীডাঙ্গি গ্রামের বানিন্দা ডাবলুর ছেলে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের একটি হাফেজিয়া নুরানি মাদ্রাসায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় হিফজুল কুরআনের শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করছিলেন। ঘটনার দিন বিকেলে হঠাৎ মাদ্রাসা ভবনের পাশে থাকা বিদ্যুতের একটি সংযোগ তার ছিঁড়ে পড়ে যায়। অসাবধানতাবশত সেই তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, মৃত্যুর খবর জানাজানি হলে নিহতের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনার বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “এটি আমাদের এলাকায় ঘটেনি, তবে ঘটনাটি সম্পর্কে আমরা শুনেছি। বিষয়টি নারায়ণগঞ্জে ঘটেছে বলে স্থানীয় পুলিশ তদন্ত করছে।” শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মাসুদ রানা আমাদের ইউনিয়নের ছেলে। এমন একটি মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।” নিহত মাসুদ রানার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এলএইস/ |