খুলনা-০৩ আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
গতকাল ২১ অক্টোবর (মঙ্গলবার) খালিশপুর ১২নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর, খুলনা-০৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল গণসংযোগ ও পথসভা করেন। সকাল থেকে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং বিকালে নিউজপ্রিন্ট ঘেট, এস লাইন মোড়, হাড বোর্ড মোড়, চিত্রালী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সভাপতি ও খুলনা-০৩ আসনের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব হাফেজ আব্দুল লতিফ, খালিশপুর থানার সেক্রেটারি আলহাজ্ব বাদশা খানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। এনএইচ/ |