দেরিতে আসায় ডিসির সভা বর্জন করলেন সাংবাদিকরা 
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ১০:২৩ দুপুর
নিউজ ডেস্ক

‘পাগলা মসজিদ পরিচালনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা’য় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর জেলা প্রশাসকের উপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভা বর্জন করেছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও সভার সভাপতি ফৌজিয়া খানের এই আচরণকে উপস্থিত সাংবাদিকরা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী ও অতিথিদের প্রতি অবহেলা বলে অভিযোগ করেন।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার সময় নির্ধারিত ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী সাংবাদিকসহ অন্যান্য অতিথিরা সময়মতো উপস্থিত হলেও, জেলা প্রশাসক ফৌজিয়া খান বিকেল ৫টা পর্যন্ত সভায় যোগ দেননি। দীর্ঘ অপেক্ষার পরও তিনি উপস্থিত না হওয়ায় দায়িত্বপ্রাপ্তদের কাছে কারণ জানতে চাইলে তারা জানান, জেলা প্রশাসক একটি ‘গোপন বৈঠকে’ রয়েছেন।

এতে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তারা সরাসরি জেলা প্রশাসকের কক্ষে গিয়ে কথা বলতে চান। কিন্তু অফিস সহকারীরা তাদের কক্ষে প্রবেশে বাধা দেন। পরবর্তীতে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রিয়াদ হোসেন বাইরে এলে তাকে সাংবাদিকদের উপস্থিতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করতে বলা হয়। এনডিসি খবর দিবেন বলে ভেতরে গেলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জানা যায়, জেলা প্রশাসক ফৌজিয়া খান বিকল্প একটি দরজা ব্যবহার করে সম্মেলন কক্ষে প্রবেশ করেছেন।

সভায় উপস্থিত একাধিক গণমাধ্যমকর্মী অভিযোগ করেন, জেলা প্রশাসক সময়মতো উপস্থিত না হয়ে সভার গুরুত্বকে খাটো করেছেন এবং অতিথিদের প্রতি অবহেলা প্রদর্শন করেছেন। তারা বলেন, কোনো জরুরি বৈঠক থাকলে অংশগ্রহণকারীদের তা জানানো উচিত ছিল।

জেলা প্রশাসক ফৌজিয়া খান অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার পর সাংবাদিকরা সময়মতো সভা শুরু না হওয়ার কারণ জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। ফৌজিয়া খান জানান, সাংবাদিকরা বাইরে অপেক্ষা করছেন, সেটি তার জানা ছিল না।

জেলা প্রশাসকের এই বক্তব্যের পর ক্ষুব্ধ সাংবাদিকরা সম্মিলিতভাবে সভা বর্জন করে সভাস্থল ত্যাগ করেন। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এনএইচ/