ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ
প্রকাশ:
২২ অক্টোবর, ২০২৫, ০৮:১৪ সকাল
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত সব মাদরাসায় ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ আজ বুধবার (২২ অক্টোবর) থেকে শুরু হবে। যা ২৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ থাকবে। সোমবার (২১ অক্টোবর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ি এবং সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। ফরম পূরণের প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। এজন্য গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্রাউজার থেকে বোর্ডের ওয়েবসাইট www.ebmeb.gov.bd-এ প্রবেশ করে ‘ইবতেদায়ি স্কলারশিপ এন্ট্রি’ বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রতিষ্ঠানের কোড এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি প্রদান করতে হবে। আর যেসব মাদরাসার ইআইআইএন বা পাসওয়ার্ড নেই, তারা মাদরাসার কোড ও প্রধানের নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ওটিপি পদ্ধতিতে নতুন পাসওয়ার্ড সংগ্রহ করতে পারবেন। বোর্ড ফি জমা হওয়ার পর শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। আর সব তথ্য ইনপুট দেওয়ার পর তালিকা প্রিন্ট নিয়ে যাচাই করতে হবে এবং প্রয়োজনে এডিট অপশনের মাধ্যমে সংশোধন করা যাবে। যাচাই শেষে ফাইনাল সাবমিশন বাটনে ক্লিক করে ফরম পূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এনএইচ/ |