ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৮:৫৩ রাত
নিউজ ডেস্ক

আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার শুরু হচ্ছে সীরাতকেন্দ্রের ধারাবাহিক আয়োজন ময়মনসিংহ ইসলামি বইমেলা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ সদর ধোপাখলায় সীরাতকেন্দ্রের উদ্যোগে ইসলামি বইমেলা বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আমীর ইবনে আহমদ।

ইসলামি বইমেলা বরাবরের মতো ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এবার বইমেলায় অংশগ্রহণ করবে দেশের অভিজাত ও শীর্ষ ৬০টি প্রকাশনা সংস্থা।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সীরাতকেন্দ্রের চেয়ারম্যান মাওলানা মুহিব্বুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ নেক্সস হাসপাতালের পরিচালক জনাব বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ ও অন্যান্য আলেমরা।

জানা যায়, প্রতিবারের মতো এবারও ইসলামি বইমেলা অনুষ্ঠিত হবে ১০ দিন। নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে মহিলা পাঠকদের জন্য।

এলএইস/