ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর
প্রকাশ:
২১ অক্টোবর, ২০২৫, ০৮:৫৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
আগামী ১৩ নভেম্বর বৃহস্পতিবার শুরু হচ্ছে সীরাতকেন্দ্রের ধারাবাহিক আয়োজন ময়মনসিংহ ইসলামি বইমেলা। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ সদর ধোপাখলায় সীরাতকেন্দ্রের উদ্যোগে ইসলামি বইমেলা বাস্তবায়ন কমিটির বৈঠক শেষে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা আমীর ইবনে আহমদ। ইসলামি বইমেলা বরাবরের মতো ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এবার বইমেলায় অংশগ্রহণ করবে দেশের অভিজাত ও শীর্ষ ৬০টি প্রকাশনা সংস্থা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সীরাতকেন্দ্রের চেয়ারম্যান মাওলানা মুহিব্বুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ নেক্সস হাসপাতালের পরিচালক জনাব বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ ও অন্যান্য আলেমরা। জানা যায়, প্রতিবারের মতো এবারও ইসলামি বইমেলা অনুষ্ঠিত হবে ১০ দিন। নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে মহিলা পাঠকদের জন্য। এলএইস/ |