হাতিমে কাবায় নামাজ আদায়ের সময়সূচি নির্ধারণ
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ০৪:১৯ দুপুর
নিউজ ডেস্ক

মক্কার পবিত্র মসজিদুল হারামের হাতিম বা হাজরে ইসমাইলে নামাজ আদায় মুসল্লিদের জন্য আকাঙ্ক্ষিত। এখানে শৃঙ্খলাপূর্ণ উপায়ে ইবাদত নিশ্চিত করতে পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

পুরুষদের নামাজের সময়

রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত পুরুষ মুসল্লিরা হাতিমে নামাজ আদায় করতে পারেন। এ সময়টিতে সাধারণত ভিড় কম থাকে, ফলে তাওয়াফ ও অন্যান্য ইবাদতের পর শান্তভাবে নামাজে মনোনিবেশের সুযোগ পাওয়া যায়।

নারীদের নামাজের সময়

সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত নারীদের জন্য হাতিম খোলা থাকে। এই সময়ে নারীরা নিরিবিলি পরিবেশে নামাজ আদায় করতে পারেন।

তবে মসজিদুল হারাম প্রশাসন জানিয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ বা অন্যান্য কার্যক্রমের কারণে সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে।

প্রবেশপথ ও সময়সীমা

হাতিমে প্রবেশের জন্য নির্ধারিত গেট হলো পশ্চিম পাশের প্রবেশদ্বার। প্রতিবার প্রবেশের জন্য সময়সীমা রাখা হয়েছে প্রায় ১০ মিনিট। এতে প্রত্যেক মুসল্লি নির্দিষ্ট সময়ের মধ্যে ইবাদতের সুযোগ পান, অন্যদেরও একইভাবে সুযোগ করে দেওয়া হয়।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

এলএইস/