দলের অসুস্থ নেতাকে দেখতে গেলেন জমিয়ত সভাপতি
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫, ১১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক

কাতার জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুজিবুর রহমান ও ছাত্র জমিয়ত রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সাহিত্য সম্পাদক মুফতী ইমদাদুর রহমানের বাবা জমিয়তে উলামায়ে ইসলাম রাজাগঞ্জ ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা আমিন উদ্দিন অসুস্থ।

তার অসুস্থতার খোঁজ নিতে তার বাড়িতে যান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

এ সময় সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম জালালীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা তাঁর সঙ্গে ছিলেন।

জমিয়ত সভাপতি মাওলানা আমিন উদ্দিনের অসুস্থতার খোঁজখবর নেন। তাঁর আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এলএইস/