এআই (AI) ভিত্তিক জ্ঞান ও গবেষণাকে অগ্রাধিকার এটি সময়ের দাবি
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৫, ০৬:০১ বিকাল
নিউজ ডেস্ক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতির যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক জ্ঞান ও গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এটি সময়ের দাবি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ‘কোয়ালিটি স্টেটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এদিন শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪র্থ ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫’ পালিত হয়।

বেলা ১১টায় শিক্ষা ভবন-সি এর সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক দিয়ে ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে বিভাগের গ্যালারি কক্ষে ‘কোয়ালিটি স্টেটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, সবক্ষেত্রে পরিসংখ্যানের প্রয়োজন অপরিহার্য। আধুনিক বিশ্বে এটি একাডেমিক ও প্রয়োগভিত্তিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এক সময় আমরা কেবল ক্যালকুলেটরের ওপর নির্ভর করতাম, কিন্তু আজ আমাদের হাতে রয়েছে সুপার কম্পিউটার। প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতির যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ভিত্তিক জ্ঞান ও গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এটি সময়ের দাবি।

তিনি আরও বলেন, পরিসংখ্যান সমাজ, অর্থনীতি ও বিজ্ঞানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এছাড়া পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন ও অধ্যাপক ড. মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে ‘কোয়ালিটি স্টেটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল ইসলাম।

এলএইস/