জাতীয় উলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ২০ নভেম্বর
প্রকাশ:
২০ অক্টোবর, ২০২৫, ০৪:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের নির্বাহী পরিষদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল ও প্রখ্যাত আলেম মাওলানা মাহফুজুল হক। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার, রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ অনুষ্ঠান ও উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, বিভিন্ন মাদরাসা ও ইসলামী সংগঠনের প্রতিনিধিত্বশীল আলেমগণ উপস্থিত থাকবেন। বৈঠকে আত্মপ্রকাশ অনুষ্ঠান বাস্তবায়নে করণীয় নির্ধারণ, প্রস্তুতি তদারক ও দিকনির্দেশনা প্রদানের জন্য একটি সম্মেলন বাস্তবায়ন কমিটিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। পাশাপাশি দ্রুততম সময়ে জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশ-এর পূর্ণাঙ্গ জাতীয় পরিষদ গঠনের লক্ষ্যে একটি সাবকমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন— জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা হাসান জামীল, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা আবু মোহাম্মদ রাহমানী, মাওলানা আদনান মাসউদ, মাওলানা রাশেদ বিন নুর, মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা কামালুদ্দীন, মাওলানা শাহেদ জাহিরী, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা ওমর ফারুক, মাওলানা আরাফাত হুসাইন, মাওলানা নেয়ামাতুল্লাহ আমিন, মাওলানা আকরাম হুসাইন, মাওলানা জুনাইদ হাবীব প্রমুখ। এলএইস/ |