কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, নারীর প্রতি যেই সহিংসতা চলছে; জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীর প্রতি সহিংসতা বন্ধ নিশ্চিত করবে। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বিগত ৫৪ বছরে নারীর প্রতি যেই সহিংসতা হয়েছে তারমধ্যে সিংহভাগ রাষ্ট্রীয় ক্ষমতাসীনদের মাধ্যমে হয়েছে। অথচ তারাই জামায়াতে ইসলামীকে নারী বিদ্বেষী হিসেবে অপপ্রচার চালিয়েছে। কিন্তু জামায়াতে ইসলামী তার দলীয় কর্মকাণ্ডে ইতোমধ্যে দেশে-বিদেশে বিশ্ব সম্প্রদায়ের সামনে প্রমাণ করেছে জামায়াতে ইসলামী নারী বিদ্বেষী নয়। বরং জামায়াতে ইসলামী নারীদের স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। ইসলাম নারীদের যেই স্বাধীনতা, নিরাপত্তা ও অধিকারের কথা বলেছে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তা পরিপূর্ণভাবে নিশ্চিত করা হবে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গেন্ডারিয়া থানার উদ্যোগে ঢাকা-৬ সংসদীয় আসনের নারীদের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মান্নান উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, মতবাদ বা আইনে নারীদের যথাযথ অধিকার দেওয়া হয়নি। ইসলামী সমাজ বিনির্মাণ হলে নারীর অধিকার নিশ্চিত হবে। ইসলাম বিদ্বেষীরা অপপ্রচার করছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীরা ঘরে বন্দী থাকবে, বোরকা পরতে বাধ্য করো হবে; কিন্তু না ইসলাম কাউকে বাধ্য করে, জোর করে ধর্ম পালন করার দায়িত্ব দেয়নি। মহান আল্লাহ মহানবী (সা.) কে নির্দেশ দিয়ে বলেছেন, তুমি কেবলমাত্র ধর্ম পালনের উপদেশ দাও, তুমি উপদেশকারী। যার ইচ্ছে সে পালন করবে, যার ইচ্ছে সে পালন করবে না। নিশ্চয়ই সকলকেই আমার দরবারে দাঁড়াতে হবে। তাহলে নবী যদি উপদেশকারী হয় ইসলামী রাষ্ট্র কিভাবে ধর্ম পালনে মানুষকে বাধ্য করবে প্রশ্ন রেখে তিনি বলেন, ইসলামী রাষ্ট্রও কেবল উপদেশ দিবে, কাউকে বাধ্য করবে না, করতে পারবে না।
ঢাকা-৬ সংসদীয় এলাকার উন্নয়ন প্রসঙ্গে ড. মান্নান বলেন, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের হৃৎপিন্ড হচ্ছে পুরান ঢাকা। এখান থেকে যদি চাঁদাবাজি বন্ধ করা যায় তবে সারাদেশের মানুষ উপকৃত হবে। যারা চাঁদাবাজদের লালন-পালন করে, যারা চাঁদাবাজির কমিশন দিয়ে রাজনীতি করে তাদের দ্বারা চাঁদাবাজি বন্ধ সম্ভব নয়। চাঁদাবাজি বন্ধ করতে হলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। এজন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে নারী সমাজ। নারী সমাজ যদি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারি, খুনি, ধর্ষকের বিরুদ্ধে সোচ্চার হয় তবে নতুন বাংলাদেশ গড়ে তোলা সহজ হবে। তাই তিনি উপস্থিত নারীদের আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মাদক কারবারি, খুনি, ধর্ষকদের বয়কট করার আহ্বান জানিয়ে নারী সমাজের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও গেন্ডারিয়া থানা সেক্রেটারি (মহিলা বিভাগ) লুৎফুন্নেচ্ছা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সহকারী সেক্রেটারি, ওয়ারী জোন দায়িত্বশীল (মহিলা বিভাগ) মাহবুবা খাতুন শরীফা, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. রাশিদাহ নাওমী। এছাড়া অনুষ্ঠানে ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাস্টার রুহুল আমিন সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রাতে ড. আব্দুল মান্নান ঢাকা-৬ সংসদীয় আসনের সুত্রাপুর উত্তর থানার (৪২ নং ওয়ার্ড) জনসাধারণের সঙ্গে উঠান বৈঠক করেন। সুত্রাপুর উত্তর থানার ৪২ মধ্য ওয়ার্ড সভাপতি এইচ আর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা ৬ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক মো. কামরুল আহসান হাসান, মো. নেছার উদ্দিন, মো. রুহুল আমিন, দাইয়াইন সালেহীন, মো. রবিউল ইসলামসহ সুত্রাপুর উত্তর থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এসময় ড. আব্দুল মান্নান, জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে উপস্থিত জনসাধারণকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণের সমর্থনে তিনি নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা-৬ আসনকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলবেন।
এনএইচ/