সচল হতে শুরু করেছে গাজার বাজার
প্রকাশ:
২০ অক্টোবর, ২০২৫, ০৯:২৩ সকাল
নিউজ ডেস্ক |
![]()
দীর্ঘ প্রায় দুই বছরের যুদ্ধ ও মারাত্মক ঘাটতির কারণে স্থবির হয়ে পড়া গাজার অর্থনীতি ধীরে ধীরে সচল হতে শুরু করেছে। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার প্রধান বাজারে আবারও দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়, আর দোকানপাটেও মিলছে নানা পণ্য। তবে এই স্বস্তির মাঝেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নগদ অর্থ উত্তোলনের ওপর আরোপিত উচ্চ কমিশন। অনেক ফিলিস্তিনির জন্যই এই কমিশনের বোঝা সামলানো কঠিন হয়ে পড়েছে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা করাও দুরূহ হয়ে উঠেছে। সম্প্রতি এই কমিশনের হার ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামানো হয়েছে। কিন্তু এই হারও এখনো সাধারণ মানুষের জন্য একটি বড় আর্থিক চাপ হয়ে রয়ে গেছে, যা বাজারের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলছে। এনএইচ/ |