জাতীয় তাফসীর ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন
প্রকাশ:
২০ অক্টোবর, ২০২৫, ০৮:২৩ সকাল
নিউজ ডেস্ক |
![]()
জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করা হয়। কমিটির সদস্যগণের নাম ও পদবি নিম্নরূপ- সাংগঠনিক সচিব: মাওলানা সাইফুল্লাহ হাবিবী। সহ-সাংগঠনিক সচিব: মুফতী ওমর ফারুক কুতুবী। প্রচার সচিব: মুফতী নূরুল আলম নূর। সহ-প্রচার সচিব: মাওলানা শামসুল ইসলাম ভূঁইয়া। দফতর সচিব: মুফতী মো. রেজওয়ানুল করিম। তথ্য ও গবেষণা সচিব: মাওলানা জহিরুল ইসলাম। জনকল্যাণ সচিব: মুফতী এনামুল হক সিদ্দিকী। এনএইচ/ |