হারামাইনে এক সপ্তাহে প্রায় দেড় কোটি মুসলিমের আগমন
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০৩:২৬ দুপুর
নিউজ ডেস্ক

মুসলমানদের পবিত্র দুই পবিত্র মসজিদ, সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে এক সপ্তাহে প্রায় দেড় কোটি মানুষ আগমন করেছেন।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রবিউস সানি ১৮ থেকে ২৪ তারিখ (১৪৪৭ হি.) পর্যন্ত সময়ে মোট ১ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২৫৮ জন মানুষ দুই মসজিদে ইবাদত করেছেন। এর মধ্যে মক্কার মসজিদুল হারামে ৪৬ লাখ ৮১ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। অন্যদিকে মদিনার মসজিদে নববীতে ৫১ লাখ ৬৯ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।

কর্তৃপক্ষ জানায়, দুই মসজিদে প্রবেশ ও ভিড় নিয়ন্ত্রণে আধুনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে মুসল্লিদের সংখ্যা সঠিকভাবে নিরীক্ষণ করা যায় এবং ভিড় ব্যবস্থাপনা আরও সহজ হয়।

এই উদ্যোগের মাধ্যমে পবিত্র মসজিদগুলোর কার্যক্রম আরও দক্ষ ও নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : আশরাক আল আউসাত

এলএইস/