ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভোলায় ১৯টি মাছের আড়ত
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৫, ০২:১৮ দুপুর
নিউজ ডেস্ক

ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি মাছের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৯ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ আগুনের সুচনা হয়।

খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনের ধোঁয়া ও শব্দে জেগে উঠে চিৎকার শুরু হলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ আগুনে আনুমানিক ৫০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এলএইস/