চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপের হুঁশিয়ারি দিলেন চরমোনাই পীর
প্রকাশ:
১৮ অক্টোবর, ২০২৫, ০৯:৩৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, টাকা পাচারকারী খুনিদের বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ আর দেব না। আমরা একত্রিত হয়ে আওয়াজ তুলব, চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ভোলার চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হল চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমাদের বারবার বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ওরা সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার পর মসনদে বসবে, এ ধরনের আচরণ করছে। এরা নতুন করে এসে আমাদের কী উপহার দেবে বুঝতে বাকি নেই। আমরা আর কোনো মায়ের সন্তান হারাতে চাই না। আমাদের দেশ—বিদেশিদের তাঁবেদার বানাতে চাই না। এ জন্য আহ্বান জানাব, ইসলামের নীতি-আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সমাবেশে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলাউদ্দিন তালুকদার, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা নজিবুল্লাহ সরকার, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ মোসলেহউদ্দিন, ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি মুফতি নুরুদ্দিন ও ইসলামী আন্দোলন ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এলএইস/ |