গাজায় দীর্ঘ ২ বছর পর খোলা হলো সায়েদ আল-হাশিম মসজিদ
প্রকাশ:
১৮ অক্টোবর, ২০২৫, ০৪:২৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর গাজা শহরে অবস্থিত প্রাচীন মসজিদ সায়েদ আল-হাশিম পুনরায় খুলেছে। শুক্রবার (১৭ অক্টোবর) প্রথমবারের মতো স্থানীয় ফিলিস্তিনিরা এখানে জুমার নামাজের জন্য জমায়েত হন। মসজিদটি যুদ্ধের সময় পুরো বন্ধ ছিল। স্থানীয়রা মসজিদটি পুনরায় খোলাকে অত্যন্ত আবেগঘন ও তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। সায়েদ আল-হাশিম মসজিদের পুনরায় খোলার ঘটনা গাজার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় মুহূর্ত। স্থানীয়দের মধ্যে এটি আশা ও পুনর্গঠনের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে। সূত্র: আল জাজিরা। এলএইস/ |