গাজা পুনর্গঠনে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানালেন এরদোয়ান
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ১২:৩০ দুপুর
নিউজ ডেস্ক

গাজাকে দ্রুত পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, গাজা সিটি এখন সুস্থ হয়ে ওঠা ও পুনর্গঠনের জন্য জরুরি পদক্ষেপের অপেক্ষায়।

শুক্রবার ইস্তানবুলে অনুষ্ঠিত পঞ্চম তুরস্ক-আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে তিনি এ কথা বলেন।

এরদোয়ান বলেন, “ইসরায়েলের অতীত আচরণ ভালো নয়। তাই আমরা সতর্ক রয়েছি, কারণ গাজার এখন দ্রুত পুনর্গঠন প্রয়োজন।”

তিনি আরও বলেন, হামাস-ইসরায়েল চুক্তি যাতে দীর্ঘস্থায়ী হয় এবং স্থায়ী শান্তির পথ প্রশস্ত করে, সে জন্য তুরস্ক সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সুদানের চলমান সংঘাত প্রসঙ্গে এরদোয়ান বলেন, সেখানে রক্তপাত ও সহিংসতায় তুরস্ক গভীরভাবে ব্যথিত। তিনি দ্রুত যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি কামনা করেন।

আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করে এরদোয়ান বলেন, “সুদানের এই মানবিক বিপর্যয়ে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়নি। রক্তপাত বন্ধ করা মানবতার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে পশ্চিমা বিশ্ব আফ্রিকার গৃহযুদ্ধ, সংঘাত ও বিরোধগুলোকে যেন ওই মহাদেশের নিয়তি হিসেবেই দেখে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

এলএইস/