পীর সাহেব চরমোনাই রহ.-এর রাজনৈতিক দর্শন, জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ১১:২৭ দুপুর
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার দোহা জাদিদ শাখার উদ্যোগে শুক্রবার (১৭ অক্টোবর) বাদ এশা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহি আলাইহির রাজনৈতিক দর্শন, জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শাখার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মুহাম্মাদ আজম খান, সেক্রেটারী মাওঃ ইব্রাহিম খলিল ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিন ত্রয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই সভা।

এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে আলোচনা পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি ,শায়েখ জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য শায়েখ আব্দুল হালিম, শায়েখ নূরুল আনোয়ার, শায়েখ মোহাম্মদুল্লাহ,

আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শায়েখ আব্দুল বাতেন।

 ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী মুহাম্মদ মিজানুর রহমান।

 ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহীম খলিল, বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদ কাতার দোহা শাখার সভাপতি মাওলানা নুরুল হুদা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন,

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার দোহা জাদিদ শাখার উপদেষ্টা মাওলানা নুরুল্লাহ মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানসুরা শাখার সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিরোজ আব্দুল আজিজ শাখার সভাপতি হাফেজ লোকমান হোসাইন, সানাইয়া 21 শাখার সভাপতি ক্বারী মতিউর রহমান।

শায়েখ আব্দুল হালিম সাহেবর দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

এলএইস/