হজ নিবন্ধন: আজ ছুটির দিনেও খোলা যেসব ব্যাংক
প্রকাশ:
১৮ অক্টোবর, ২০২৫, ১১:১১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
শনিবার সাপ্তাহিক ছুটি হলেও দেশের হজ কার্যক্রমে নিয়োজিত ব্যাংকগুলোর নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এসব শাখা স্বাভাবিক ব্যাংকিং সময় অনুযায়ী কার্যক্রম চালাবে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে জারি করা সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। সার্কুলারে জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে, হজ অর্থগ্রহণকারী ব্যাংকগুলোর নির্দিষ্ট শাখা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আজকের দিনটিতে খোলা রাখতে হবে। এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে হবে। বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্কুলারটি ইতোমধ্যে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এনএইচ/ |