৭০ বছর ধরে প্রতিদিন আল-আকসায় নামাজ পড়ছেন ফিলিস্তিনি বৃদ্ধা
প্রকাশ:
১৮ অক্টোবর, ২০২৫, ১১:০২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
প্রায় ৭০ বছর ধরে উম্মে ইব্রাহিম প্রতিদিনের নামাজ আল-আকসায় আদায় করে আসছেন। বয়স, স্বাস্থ্য বা পবিত্র স্থানে পৌঁছানোর দীর্ঘ ও কঠিন যাত্রাপথ কোনো কিছুই তাঁর সংকল্পে বাধা সৃষ্টি করতে পারেনি। তাঁর এই অটল নিষ্ঠা তাঁকে নামাজিদের মধ্যে এক প্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে এবং স্থিরতা ও বিশ্বাসের প্রতীকে পরিণত করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উম্মে ইব্রাহিম নির্মল হাসি ও শান্ত শ্রদ্ধার সঙ্গে মসজিদের আঙ্গিনা দিয়ে হাঁটছেন যেন তিনি নিজের বাড়ি তদারকি করছেন, ঠিক সেইভাবে প্রতিটি কোণে তাঁর চোখ বুলিয়ে যাচ্ছে। দর্শকরা এই মুহূর্তটিকে গভীরভাবে আবেগপূর্ণ বলে বর্ণনা করেছেন, যা মসজিদের প্রতি তাঁর গভীর আধ্যাত্মিক বন্ধন এবং আজীবনের ভক্তিকে প্রতিফলিত করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা উম্মে ইব্রাহিমের এই ধৈর্য ও আল-আকসার প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন। তাঁকে আনুগত্য, স্থিতিস্থাপকতা এবং অদম্য বিশ্বাসের প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে। অনেকে তাঁদের মুগ্ধতা প্রকাশ করে বলেছেন, তাঁর পরিচিত মুখটি মসজিদের জীবন্ত ইতিহাসের অংশ হয়ে উঠেছে—যা প্রজন্ম ধরে মসজিদটিতে ইবাদতকারী এবং এর রক্ষাকারীদের এক নীরব সাক্ষ্য। মন্তব্যের বন্যায় তাঁকে আল-আকসার আত্মা, জেরুজালেমের জীবন্ত কিংবদন্তি এবং ফিলিস্তিনি ও তাদের পবিত্র স্থানগুলোর মধ্যে অবিচ্ছিন্ন বন্ধনের এক স্মরণ করিয়ে দেওয়া প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে। সূত্র: গালফ টুডে এনএইচ/ |