রামুতে নবীন আলেম ও মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:৪৭ সকাল
নিউজ ডেস্ক

পাঠদানের মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজ শনিবার (১৮ অক্টোবর) কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হচ্ছে নবীন আলেম ও কওমি মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসার ব্যবস্থাপনায় মাদরাসা মিলনায়তনে এ কর্মশালা আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব ও রাজারকুল আজিজুল মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহেছেন শরীফের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মশালায় প্রশিক্ষক থাকবেন ফাযিলে জামিয়া দারুল উলুম করাচি মাওলানা আবদুল মালিক আল-আতীক ও ইদারাতুল মাকসুদ ওয়া মারকাযুল জামিল আল- ইসলামী, ইসলামাবাদের পরিচালক মুফতি মুহাম্মদ মনসুর আহমদ।

এনএইচ/