ময়মনসিংহ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পথসভা
প্রকাশ:
১৮ অক্টোবর, ২০২৫, ০৯:৪০ সকাল
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলামের রিকশা মার্কার নির্বাচনী পথসভা শুক্রবার (১৭ অক্টোবর) শাকুয়াই ইউনিয়নের ভাট্রা বাজারে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি মুফতি শামিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় আলেম-উলামা, দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশ খেলাফত মজলিসের ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির গুরুত্ব তুলে ধরে আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মাওলানা তাজুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান। এনএইচ/ |