সিলেটে ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল’ আজ
প্রকাশ:
১৮ অক্টোবর, ২০২৫, ০৮:০৬ সকাল
নিউজ ডেস্ক |
![]()
প্রতিবারের মতো এবারও শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর আয়োজন করছে ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল-২০২৫’ সিজন-থ্রি। তরুণদের জন্য বিশেষায়িত এই আয়োজন আজ শনিবার (১৮ অক্টোবর) সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সকাল থেকে রাত পর্যন্ত আলো ঝরাতে যাওয়া এই তারুণ্যের মাহফিলে থাকছে প্যানেল ডিসকাশন, ইয়ুথ ওয়ার্কশপ, নাসিহা সেশন ও কবিতা ও সুরের জলসা, নির্ধারিত বিষয়বস্তুর ওপর আলোচনা, প্রশ্ন-উত্তর পর্ব ও পুরস্কার বিতরণ। চার পর্বের এ মাহফিলের মূল অধিবেশন ‘নাসিহা সেশন’। এতে আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ইসলামি অর্থনীতিবিদ ও শরিয়াহ পরামর্শক মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, বরেণ্য লেখক ও বহু-গ্রন্থপ্রণেতা মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, বরেণ্য লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক মাওলানা শরীফ মুহাম্মদ। মাহফিলের অনন্য অধিবেশন ‘ইয়ুথ ওয়ার্কশপ’। এতে আলোচক ও প্রশিক্ষক হিসেবে থাকছে গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা মুসা আল হাফিজ এবং তরুণ দাঈ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি রেজাউল করীম আবরার, ইসলামি অর্থনীতি গবেষক ও লেখক মোহাইমিন পাটোয়ারী। এছাড়াও মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ, লেখক, সাংবাদিক, সমাজসেবক, নবীন-প্রবীণ আলেম, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন। এনএইচ/ |