
|
মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার নওগাঁয়
প্রকাশ:
১৭ অক্টোবর, ২০২৫, ০৮:১৯ রাত
নিউজ ডেস্ক |
নওগাঁয় আব্দুর রহিম বাদশা (১১) নামে এক মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে এবং ফতেপুর রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। আজ শুক্রবার ১৭ অক্টবর সকালে ওই মাদরাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসার শিক্ষক আব্দুল মাজেদকে আটক করেছে পুলিশ। শিক্ষক আব্দুল মাজেদ জানান, রাত আনুমানিক পৌনে চারটার দিকে তাহাজ্জুজ নামাজের জন্য উঠে দেখি মাদরাসার বারান্দার নিচে আব্দুর রহিম অচেতন অবস্থায় পড়ে আছে। এরপর তাকে কামরায় নিয়ে আসা হয় এবং মাদরাসা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। এ সময় রহিমকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করে সাড়া পাওয়া যায়নি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত অবস্থায় তাকে উদ্ধার করে। নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এলএইস/ |