হজযাত্রী বাড়াতে মসজিদুল হারাম ঘিরে সৌদির নতুন প্রকল্প
প্রকাশ:
১৭ অক্টোবর, ২০২৫, ১০:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সৌদি আরব মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের (মসজিদুল হারাম) পাশে একটি বিশাল নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছে, যা বছরে লক্ষাধিক হাজির জন্য অতিরিক্ত ৯ লাখ নামাজের স্থানসহ আবাসন ও আতিথ্যসেবা প্রদান করবে। ‘কিং সালমানস গেট’ নামের এই প্রকল্পে ইসলাম ধর্মের পবিত্রতম স্থানের পাশে একাধিক সুউচ্চ ভবন থাকবে। এটি হবে একটি ‘সমন্বিত মিশ্র-ব্যাবহারিক কেন্দ্র,’ যেখানে মক্কার সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্য আধুনিক জীবনযাপনের সঙ্গে মিশে যাবে বলে সরকারি সৌদি প্রেস এজেন্সি বুধবার জানিয়েছে। প্রায় তিন হাজার একর এলাকা জুড়ে বিস্তৃত এই প্রকল্পে থাকবে ইনডোর ও আউটডোর নামাজের স্থান। এটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার বৃহত্তর পরিকল্পনার অংশ। প্রতি বছর লক্ষাধিক মুসলমান মক্কা সফর করেন, তবে সবচেয়ে বড় ভিড় হয় বার্ষিক হজ মৌসুমে। চলতি বছরের জুনে ১৬ লাখ মানুষ হজে অংশ নেন। সরকারি ধারণা অনুযায়ী, ২০১৯ সালে হজ ও ওমরাহ থেকে সৌদির আয় প্রায় ১২ বিলিয়ন ডলার ছিল। নতুন প্রকল্পের ঘোষণা আসে মাত্র কয়েক মাস পর, যখন গ্র্যান্ড মসজিদ সম্প্রসারণ প্রকল্প শেষ হয়েছে, যার ফলে মসজিদটির ধারণক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ মুসল্লি পর্যন্ত এবং আশপাশের চত্বরও সম্প্রসারিত হয়েছে। এনএইচ/ |