
|
মিরপুরে গার্মেন্টস ও গোডাউনে আগুন: ৯ জন নিহত
প্রকাশ:
১৪ অক্টোবর, ২০২৫, ০৪:৩৬ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর মিরপুরের রুপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও আরেকটি রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগে। বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, মিরপুরের শিয়ালবাড়ির দুটো প্রতিষ্ঠানে আগুন লেগেছে। এর মধ্যে একটি তৈরি পোশাক কারখানা অন্যটি একটি রাসায়নিকের গুদাম। পোশাক কারখানাটি সাত তলা। এর চার তলায় আগুন লেগেছে। আরএইচ/ |