ভেজানো ছোলার ৬ স্বাস্থ্য উপকারিতা
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫, ১১:৫১ দুপুর
নিউজ ডেস্ক

প্রতিদিন সকালে খালি পেটে এক মুঠো ভেজানো কাঁচা ছোলা খাওয়া যেন সোনায় সোহাগা। এটি শুধু পেট ভরায় না, বরং শরীরকে ভেতর থেকে দেয় শক্তি ও সুস্থতা। ছোলা এমন একটি সহজলভ্য খাদ্য, যা দামে সাশ্রয়ী হলেও গুণে ভরপুর। অনেকেই ভুনা ছোলা খেতে ভালোবাসেন, তবে পুষ্টিবিদদের মতে, কাঁচা (ভেজানো) ছোলা আরও বেশি উপকারী। চলুন জেনে নেওয়া যাক— প্রতিদিন সকালে এক মুঠো ভেজানো ছোলা খেলে কী কী উপকার পাওয়া যায়।

ওজন কমাতে সাহায্য করে : ছোলায় প্রোটিন ও ফাইবারের পরিমাণ বেশি, কিন্তু ক্যালোরি কম। ফলে এটি পেট অনেকক্ষণ ভরা রাখে, অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য ভেজানো ছোলা হতে পারে দারুণ সঙ্গী।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে : ছোলায় থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফাইবার একসঙ্গে কাজ করে রক্তে গ্লুকোজ ধীরে ধীরে প্রবেশ করাতে সাহায্য করে। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।

চুল রাখে সুন্দর ও মজবুত : ভেজানো ছোলায় আছে ভিটামিন এ, বি৬, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ— যা চুলের গোড়া মজবুত করে, অকালপক্বতা কমায় এবং চুল ঝলমলে রাখতে সাহায্য করে।

রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে :ছোলার ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদযন্ত্রকে রাখে সুস্থ। ছোলার অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকিও হ্রাস করে।

হিমোগ্লোবিন বাড়ায় : আয়রনসমৃদ্ধ ছোলা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। যারা রক্তাল্পতায় ভোগেন বা দুর্বলতায় ভুগছেন, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরাও নিয়মিত ভেজানো ছোলা খেতে পারেন।

ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না : ছোলায় থাকা ম্যাঙ্গানিজ ত্বকের বার্ধক্য প্রক্রিয়া ধীর করে দেয়। নিয়মিত খেলে বলিরেখা ও ফাইন লাইন কমে যায়, ত্বক হয় উজ্জ্বল ও প্রাণবন্ত।

এনএইচ/