
|
শিক্ষকদের আন্দোলনে তিন ইসলামি দলের সংহতি
প্রকাশ:
১৩ অক্টোবর, ২০২৫, ০৯:২৭ রাত
নিউজ ডেস্ক |
কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে জামায়াতে ইসলামীসহ তিনটি ইসলামি দল। তারা শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চের নেতারা। তারা সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শিক্ষকদের যে ভূমিকা, তারা যে চেষ্টা করে থাকেন, এটা গোটা জাতির জন্য বিরাট একটা আমানতস্বরূপ। কিন্তু আজকে শিক্ষকদের যদি রাস্তায় নামিয়ে দেওয়া হয়, তাঁদের দাবি যদি না মানা হয়, তাহলে ভবিষ্যতে যে পরিস্থিতি তৈরি হবে, তা কারও জন্য কল্যাণকর হবে না।’ জামায়াতের এই নেতা বলেন, শিক্ষক–কর্মচারীদের আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ তৈরি হলে সেই দায় সরকারকে বহন করতে হবে। সরকার ও উপদেষ্টাদের মূল কাজ হলো সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তার জন্য শিক্ষকদের সঙ্গে নিয়ে, তাঁদের সহযোগিতা নিয়ে আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন করতে হবে। সেজন্য এখন যদি তাঁদের দাবি মানা না হয়, তাহলে পরবর্তী সময়ে অন্যভাবে কোনো পরিবেশ তৈরি হলে সেটার জন্য দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, শিক্ষকেরা জাতির শ্রেষ্ঠ সন্তান। অথচ তাঁদের দাবি আদায়ে রাস্তায় নামতে হয়, পুলিশ লাঠিপেটা করে। এটা আমাদের জন্য লজ্জাজনক। তিনি দ্রুত সময়ে শিক্ষকদের দাবি পূরণের আহ্বান জানান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেন, আমরাও শিক্ষকের সন্তান। তাই শিক্ষকদের কষ্ট দেখার জন্য পত্রপত্রিকা দেখতে হয় না। এই কষ্ট দেখতে দেখতেই আমরা বড় হয়েছি। তিনি অবিলম্বে শিক্ষক–কর্মচারীদের তিন দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। এলএইস/ |