কামিল পরীক্ষার ফল প্রকাশ আজ
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫, ০৮:০৭ সকাল
নিউজ ডেস্ক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাগুলোতে এক বছর মেয়াদি কামিলের (মাস্টার্স) ২০২৩ সালের পরীক্ষার ফলাফল আজ সোমবার (১৩ অক্টোবর) প্রকাশ করা হবে। 


ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান, সোমবার কামিল মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। মাত্র ২০ দিনে আমরা ফল প্রকাশ করছি। আগে তিন মাস লাগতো সকল পরীক্ষার ফলাফল দিতো। এখন আমরা এই সময়টা কমিয়ে এনেছি।


ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাগুলোতে এক বছর মেয়াদি কামিলের (মাস্টার্স) ২০২৩ সালের পরীক্ষা শুরু হয় ২৪ আগস্ট। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলে।


সারাদেশের মোট ৪৯টি কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পাঁচটি বিষয়ে একবছর মেয়াদি (মাস্টার্স) পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার বিষয়গুলো হলো- আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।

 এনএইচ/