জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে হেফাজতে ইসলাম
প্রকাশ:
১২ অক্টোবর, ২০২৫, ০৮:২২ রাত
নিউজ ডেস্ক |
![]()
সমসাময়িক কিছু ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার (১২ অক্টোবর) এক বার্তায় হেফাজতে ইসলাম জানায়, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, কোরআন অবমাননার বিচার, কাঠামোগত ইসলামবিদ্বেষ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়নের দাবিতে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানিয়েছে হেফাজতে ইসলাম। এলএইস/ |