গাজায় প্রবেশের অপেক্ষায় ত্রাণের বিশাল বহর
প্রকাশ:
১২ অক্টোবর, ২০২৫, ০৫:১৫ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
যুদ্ধবিধ্বস্ত গাজায় প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে ত্রাণের বিশাল বহর। গাজা সীমান্তঘেঁষা মিসরের কারেম আবু সালেম ও আল আওযা ক্রসিংয়ে ট্রাকগুলো প্রবেশ করেছে। গাজাঘেঁষা মিসর সীমান্ত থেকে আল জাজিরার প্রতিনিধিরা এই তথ্য জানিয়েছে। এদিকে, গাজার স্থানীয় সাংবাদিক জিয়া আবু আওন এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, ৪৫০টি ত্রাণবাহী ট্রাক এখন প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে ইসরাইল। এরপর সংলাপের মাধ্যমে উভয় পক্ষ নীতিমালা ঠিক করে। নতুন চুক্তি অনুযায়ী ইসরাইলি বাহিনী গাজা সিটিসহ গুরুত্বপূর্ণ এলাকা থেকে বাহিনী প্রত্যাহার করে নিয়েছে। তবে এখনো সীমান্তবর্তী কিছু এলাকায় তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সূত্র : আল জাজিরা ও অন্যান্য এলএইস/ |