মসজিদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করল সৌদি সরকার
প্রকাশ:
১২ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সৌদি আরবের পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় নতুন এক নির্দেশনায় জানিয়েছে, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০০ মিটারের মধ্যে কোনো তামাকজাত পণ্য বিক্রি করা যাবে না। এই সিদ্ধান্ত দেশের ধর্মীয় পবিত্রতা রক্ষা ও তরুণ প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে দূরে রাখার লক্ষ্যে গৃহীত হয়েছে। এই নতুন নীতিমালা সিগারেট, শিশা এবং ই-সিগারেটসহ সকল প্রকার তামাকজাত পণ্য ও এর আনুষঙ্গিক বিক্রেতাদের জন্য প্রযোজ্য হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই কঠোর নিয়ম প্রণয়নের মূল উদ্দেশ্য হলো জনস্বাস্থ্যের প্রচার, বিদ্যমান আইন মেনে চলা নিশ্চিত করা এবং রাজ্যজুড়ে একটি নিরাপদ বাণিজ্যিক পরিবেশ তৈরি করা। এখন থেকে তামাকের দোকান স্থাপনের জন্য একটি বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্সিং পদ্ধতির আইন ও তার নির্বাহী বিধিগুলোর পূর্ণ সম্মতি থাকা বাধ্যতামূলক। নতুন নীতিমালায় ১৮ বছরের কম বয়সী কারও কাছে তামাকজাত পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং বিক্রেতারা প্রয়োজনে ক্রেতার বয়স প্রমাণের জন্য পরিচয়পত্র দেখতে চাইতে পারবেন। খোলা সিগারেট বা সৌদি খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নয় এমন কোনো প্যাকেজিংয়ে পণ্য বিক্রি করা যাবে না। পণ্যের প্রচার বা বিনামূল্যে নমুনা হিসেবে তামাকজাত দ্রব্য প্রদানও নিষিদ্ধ করা হয়েছে। এনএইচ/ |