জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনী তফসিলের পূর্বেই গণভোট দিতে হবে: নেজামে ইসলাম পার্টি
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
নিউজ ডেস্ক

আজ বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগরীর উদ্যোগে গণ মিছিল পুর্ব বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার উপর্যুক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসীবাদীরা পালিয়ে গেলেও তাদের দোসররা ঘাপটি মেরে আছে এবং দেশ বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্র করে দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।  তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, শাপলা ও জুলাইয়ের  রক্ত ঝরা সৈনিকেরা জীবন বাজি রেখে যে ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা দেশ ও জাতির পাহারায় নিয়োজিত আছেন। আমরণ আমরা তাদের পাশে থেকে ফ্যাসীবাদের কবর রচনা না করে ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ। গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও ফ্যাসীবাদ ও তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার ত্বরান্বিত না করলে তা হবে শহীদের রক্তের সাথে গাদ্দারী, আমরা তা হতে দিবো না ইনশাআল্লাহ।

মহানগর সাধারণ সম্পাদক মুফতী দ্বীনে আলম হারুনীর সভাপতিত্বে ও আবদুল্লাহ আল মাসউদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণ মিছিল পুর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন, সহকারী অর্থ সচিব জনাব আনওয়ারুল কবীর, পল্টন জোনের আমীর মাওলানা এহতেশামুল হক সাখী,  কেন্দ্রীয় সদস্য আতিকুর রহমান সিদ্দিকী ও মুফতী যোবায়ের আহমদ প্রমূখ।

সমাবেশ শেষে একটা বিশাল গণ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে তোপখানা রোড পুরানা পল্টন মোড় হয়ে দৈনিক বাংলা মোড় এসে শেষ হয়।

এলএইস/